ফেনীর সোনাগাজীতে ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট বঙ্গবন্ধু ভবন বুধবার দুপুরে উদ্বোধন করেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
এ সময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন বাহার, স্থানীয় ইউপি চেয়ারম্যান কখম ইসহাক খোকন, ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য মো. জামাল উদ্দিন, প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি