আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাগলনাইয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বই উৎসব

  • ছাগলনাইয়া প্রতিনিধি
  • ছাগলনাইয়া উপজেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার স্থানীয় পাইলট হাই স্কুল মিলনায়তনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বই উৎসব পালন করা হয়। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বই উৎসব উদ্বোধন করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোমিন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মহিউদ্দিন, পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন। অতিথিবৃন্দ ছাত্র-ছাত্রীদের হাতে সরকারী বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক তুলে দেন।

    প্রধান অতিথির বক্তব্যে ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, শিক্ষা ছাড়া উন্নতি সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর থেকে প্রতিবছর প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই পৌছে দিয়েছেন ঘরে ঘরে শিক্ষার আলো পৌছে দেয়ার মাধ্যমে জাতিকে শিক্ষিত করে গড়ে তোলে উন্নতির চরম শিখরে পৌছে দিতে। বই পড়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও জাতিকে এগিয়ে নিতে তিনি সকলের প্রতি আহবান জানান।

    সম্পাদনা : এএএম/এমপি


    error: Content is protected !! please contact me 01718066090